নিউজ ডেস্ক - হুগলির তারকেশ্বর,হরিপাল ধনিয়াখালী জাঙ্গিপাড়া সহ অসংখ্য ব্লকের কৃষি জমিতে আগুন লাগানোর জেরে তৈরী হচ্ছে কালো ধোঁয়ার জেরে বাতাসে মিশছে বিষ।আর এইদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও জমিতে কৃষকরা অবাধে নাড়া পোড়াচ্ছেন। অন্যদিকে বাতাসে দূষণ বাড়ার সাথে সাথে জমির উর্বরতা নষ্ট হচ্ছে জেনেও এই কাজ করছেন কৃষকদের একাংশ।
মূলত চাষের অতিরিক্ত খরচ কমাতে এবং শ্রমিক সংকট দূর করতে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের প্রয়োগ করছে ।ধান চাষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না ।ধান কাটা ও ঝাড়াইয়ের জন্য আধুনিক যন্ত্র ব্যবহার করা হয় হুগলি জেলা সহ এরাজ্যে।আর জমিতেই ধান ঝাড়ার পর তা সংগ্রহ করে গোলায় তুললেও খরকুটি এবং জমিতে থাকা ধানের গোড়া পরে থাকছে তা অল্প সময়ের মধ্যে নষ্ট করার জন্য জমিতেই আগুনে দিচ্ছেন কৃষকরা।
তবে, জেলা কৃষি দপ্তর জানিয়েছে চাষীদের যথেষ্ট সচেতন করা হয়েছে যার কারণে আগের থেকে অনেকটাই নাড়া পোড়ানো কম হয়েছে আর চাষীদের আরো বেশি সচেতন করা হচ্ছে।