নিউজ ডেস্ক - হুগলি জেলা গ্রামীণ পুলিশ উত্তর চব্বিশ পরগনার চোপড়া থানা এলাকা থেকে ট্যাব কেলেঙ্কারিতে দুজনকে গ্রেফতার করলো। হুগলী জেলা গ্ৰামীন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানান, এদের একজনের নাম এমডি ফারুক আলম এবং অন্যজনের নাম গুলজার আলী।।
বিগত কিছুদিন ধরে , হুগলি জেলা গ্রামীণ পুলিশ এলাকার একাধিক থানায় ১০০টির বেশি স্কুল পড়ুয়ার এক্যাউন্টের টাকা অন্য একাউন্টে চলে যাওয়ার অভিযোগ একাধিক থানায় জমা পরে । আর তারপরেই জেলা সাইবার দপ্তরের সহযোগিতায় হুগলী জেলা গ্ৰামীন পুলিশের কয়েকজন আধিকারিক তদন্তে নেমে আজ চোপড়া থানা এলাকা থেকে দুজনকে গ্ৰেফতার করেন। পুলিশ জানায় , গুলজার আলির ব্যাংক এক্যাউন্টে স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে এবং এই টাকা ঢোকাতে সাহায্য করেছে এমডি ফারুক আলম। তবে আজ অভিযুক্তদের দক্ষিণ ২৪ পরগনার আদালতে তোলা হবে । আর ঘটনাটির তদন্ত এখনও চলছে।