নিউজ ডেস্ক - কর্মব্যস্ত দিনের মধ্যেই রেল বিভ্রান্ত । বর্ধমান থেকে হাওড়া যাওয়ার একটি লোকাল ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার কারণে লাইন দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। আর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর স্বাভাবিক হয় রেল পরিষেবা।
রেলসূত্রে খবরে জানা যাচ্ছে, এইদিন সকাল পৌনে এগারোটার সময়ে হাওড়া ঢোকার মুখে তিন নম্বর প্ল্যাটফর্মে ওই লোকাল ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যায়। যার জেরে একের পর এক লোকাল ট্রেনগুলি হাওড়া স্টেশনের তিন, চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে।
এই বিভ্রান্তের জেরে, দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় খানিকটা বিরক্ত হন যাত্রীরা।এরপরই দেখা যায় ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাঁরা হাঁটা শুরু করেছেন অনেকে।
Tags:
HOWRAH