নিউজ ডেস্ক : ডোমজুড়ের হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে গরু ।হাসপাতালের পরিত্যক্ত ঘরে রাখা হয়েছে গরু ।এমনকি হাসপাতালের ঘরের মধ্যে কিলো কিলো গরুর খাবার খাবার মজুদ করে রাখা রয়েছে। হাসপাতালের পিছনের দিকে সেমিনার হলের কাছে বেশ কয়েকটি পরিত্যক্ত ঘর রয়েছে এবং সেখানেই গরু বাধা থাকে। অন্য একটি ঘরে কিলো কিলো খড় মজুত থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , হাসপাতাল চত্বরের ভিতরে চার-পাঁচটি গরু থাকে আর এই ঘাটালের ব্যবসা চালান স্থানীয় যুবক শেখ সাহেব । স্থানীয় বাসিন্দারা আরো জানান , এই হাসপাতাল চত্বরে শুধু গরু চড়েই না এর সাথে গোয়ালঘর রয়েছে এবং সেই গোয়াল ঘরে প্রবেশের জন্য হাসপাতালের দেওয়ালে রয়েছে টিনের দরজা। সেই দরজা দিয়েই হাসপাতাল চত্বরে গরু ঢুকিয়ে দেওয়া হয়। এলাকার মানুষজনের দাবি , ওই টিনের দরজায় ঝোলানো চাবি হাসপাতালে আর কারোর কাছে নেই ।চাবিটি থাকে একমাএ খাটালের মালিক সাহেবের কাছে।