নিউজ ডেস্ক -হাওড়া জগৎবল্লভপুরে মুন্সিরহাট ভূপতিপুর রায়পাড়া এলাকায় মাঠ থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক মাঝ বয়সী মহিলার বিবস্ত্র মৃতদেহ । জানা যাচ্ছে ওই মাঠে এক ব্যক্তি কাজ করার সময় হঠাৎই মাঠের মাঝখানে একটা জলা জায়গার পাশে বিবস্ত্র দেহটি পড়ে থাকতে দেখেন ।এরপর ওই ব্যক্তির চিৎকারেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তবে, গ্রামবাসীরা কেউই ওই মহিলাকে চিনতে পারেননি।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। তবে, প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন কেউ বা কারা হত্যা করে মাঠের মাঝখানে মৃতদেহ ফেলে রেখে গিয়েছে। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। আপাতত পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে ।
Tags:
HOWRAH