নিউজ ডেস্ক - এক বছরের মধ্যেই পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস। এই সিলেবাসের বদল ও সংশোধনের কথা জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে ,বাংলা, ইংরেজি, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের মতো আর কয়েকটি বিষয়ের সিলেবাসে সামান্য সংশোধন হতে আসতে চলেছে।
তবে এক বছরের মধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া নিয়েই উঠছে প্রশ্ন । আর তারই উত্তর হিসাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন যে, ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত চাপ বৃদ্ধি পাওয়ায় সংসদের এই সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানালেন, "বিভিন্ন মহল থেকে একাধিক ফিডব্যাক আসছিল। আমরাও নিজেদের মতো করে পর্যালোচনা করছিলাম। তার ভিত্তিতেই সিলেবাসে বেশ কিছু সংশোধন ও সামান্য বদলের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।"
Tags:
WEST BENGAL