নিউজ ডেস্ক - আগামী ২৪ ও ২৫ নভেম্বর এই দু’দিন ধরে হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। এইবারে নিলাম ভারতে নয় বরং হতে চলেছে জেড্ডায়। আইপিএল রিটেনশন হওয়ার পর স্পষ্ট যে ১০ ফ্র্যাঞ্চাইজির পার্সে কত টাকা রয়েছে নিলামে ওঠার জন্য। প্রতি টিমের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু আইপিএল রিটেনশনের পর সব দলের পার্স থেকেই অনেকটা টাকা খরচ হইছে।
মেগা নিলামের আগে দেশের ও বিদেশি ক্রিকেটারদের মিলিত ভাবে ১০ আইপিএল টিম ধরা আছে। এই বড় নিলামের আগেই কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস দুটো দল ৬ জন করে ক্রিকেটার রিটেন রাখা হয়ছে। আর মাত্র ২ জন ক্রিকেটার ধরে রেখেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। যে কারণে পঞ্জাবের কাছে এই মুহূর্তে রয়েছে সবচেয়ে বেশি টাকা রয়েছে।
এক নজরে জেনেনিন কোন টিমের কাছে কত?
১.পঞ্জাব কিংসের কাছে আছে ১১০.৫০ কোটি টাকা
২.রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাছে আছে ৮৩ কোটি টাকা
৩.দিল্লি ক্যাপিটালসের কাছে আছে ৭৩ কোটি টাকা
৪.লখনউ সুপার জায়ান্টসের কাছে আছে ৬৯ কোটি টাকা
৫.গুজরাট টাইটান্স এর কাছে রয়েছে ৬৯ কোটি টাকা
৬.চেন্নাই সুপার কিংসের কাছে আছে ৫৫ কোটি টাকা
৭.কলকাতা নাইট রাইডার্স এর কাছে ৫১ কোটি টাকা
৮.সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৪৫ কোটি টাকা
৯.মুম্বই ইন্ডিয়ান্স এর কাছে ৪৫ কোটি টাকা
১০.রাজস্থান রয়্যালস কাছে ৪১ কোটি টাকা