Jammu- Kashmir : ৩৭০ ধারা নিয়ে বিধানসভায় বিতর্কিত পোস্টারে শাসক-বিরোধীদের তুমুল ধস্তাধস্তি!



নিউজ ডেস্ক : সরকার গঠনের পরই জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে তৎপর হন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ । তিনি এবার সচেষ্ট হয়েছেন ৩৭০ ধারা ফেরানোর দাবিতে। ৩৭০ ধারা নিয়ে কাশ্মীর বাসীদের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে , তেমন ক্ষোভ রয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা হারানোর নিয়েও।  তবে বুধবার বিধানসভায় উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী ।প্রস্তাবটি উত্থাপন করেন । 

এবার সেই পোস্টারকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে জম্মু-কাশ্মীর বিধানসভায় ।৩৭০ ধারা নিয়ে বিতর্কিত পোস্টার দেখাতেই বিধানসভায় বিধায়কদের মধ্যে শুরু মারপিট ।  জম্মু - কাশ্মীর বিধানসভায় হট্টগোল । প্রায় ১৫ মিনিট ধরে মূলতুবি অধিবেশন ।ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের ।দুপক্ষের মধ্যে তরজা ,  তুমুল ধস্তাধস্তি শাসকবিরোধী বিধায়ক দের মধ্যে! চলে উভয়পক্ষের মধ্যে চলে হাতাহাতি।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন