নিউজ ডেস্ক : সরকার গঠনের পরই জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে তৎপর হন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ । তিনি এবার সচেষ্ট হয়েছেন ৩৭০ ধারা ফেরানোর দাবিতে। ৩৭০ ধারা নিয়ে কাশ্মীর বাসীদের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে , তেমন ক্ষোভ রয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা হারানোর নিয়েও। তবে বুধবার বিধানসভায় উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী ।প্রস্তাবটি উত্থাপন করেন ।
এবার সেই পোস্টারকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে জম্মু-কাশ্মীর বিধানসভায় ।৩৭০ ধারা নিয়ে বিতর্কিত পোস্টার দেখাতেই বিধানসভায় বিধায়কদের মধ্যে শুরু মারপিট । জম্মু - কাশ্মীর বিধানসভায় হট্টগোল । প্রায় ১৫ মিনিট ধরে মূলতুবি অধিবেশন ।ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের ।দুপক্ষের মধ্যে তরজা , তুমুল ধস্তাধস্তি শাসকবিরোধী বিধায়ক দের মধ্যে! চলে উভয়পক্ষের মধ্যে চলে হাতাহাতি।