KIDNAP :দশজন কিশোরকে পাচার করার সময় গ্রেফতার ২ ব্যক্তি

 


নিউজ ডেস্ক - সাঁইথিয়াতে দশজন কিশোরকে পাচার করার সময় চলন্ত ট্রেন থেকে গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। এবং সাথে ওই দশজন কিশোরও উদ্ধার করা হয়। জিআরপির পক্ষ থেকে মহম্মদ আবদুল্লাহ ও সঞ্জয় কুমার নামে পাচারকারীদের বিরুদ্ধে শিশুশ্রম বিরোধী আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে রেল পুলিশ।

রেল সূত্রে খবর থেকে জানা যাচ্ছে , সোমবার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আরপিএফ-এর অফিসে ফোন করে বার্তা দিয়ে বলে যে মোজাফফরপুর-সম্বলপুর এক্সপ্রেস ট্রেনে দশজন কিশোরকে শিশু শ্রমিক হিসাবে কাজ করানোর জন্য দক্ষিণ ভারত নিয়ে যাওয়া হচ্ছে। তখনই আরপিএফ-এর একটি তদন্তকারী দল পাকুর স্টেশনে এক্সপ্রেসটিকে দাঁড় করিয়ে এরপর তল্লাশি শুরু করে ট্রেনে ওই ২ পাচারকারীকে হাতেনাতে ধরে আরপিএফ। আরপিএফ সূ্ত্রে খবরে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানাচ্ছে যে, পাচারকারীরা ওই কিশোরদের বেঙ্গালুরু এবং বিজয়নগরে শিশু শ্রমিক হিসাবে পাঠানোর জন্য। পরে তাঁদের স্টেশনের জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

1 মন্তব্যসমূহ

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন