নিউজ ডেস্ক - নির্দিষ্ট সময়ের থেকে আরও দু’বছর জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার দিন পিছিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। তবে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অধীনে ইতিমধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ৭.৭৫ কিলোমিটারের মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে। কিন্তু নানা জটিলতার কারণে মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাকি ৬.২ কিলোমিটারের কাজ শেষ হয়নি। আর সেই জটিলতা অবশেষে কেটেছে। আর ময়দান মার্কেট স্থানান্তর বা বৃক্ষ ছেদন নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ থাকায় সমস্যা হচ্ছে বলে দাবি মেট্রো রেল কর্তৃপক্ষের।
সংশ্লিষ্ট প্রকল্প রূপায়ণকারী সংস্থা ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ জানাচ্ছেন, "ভারতের বুকে এই প্রথম কোনও প্রকল্প, যেখানে প্রায় ৬৪৫টি গাছ শিকড়সহ তুলে আবার রোপণ করা হয়েছে। শিয়ালদহ কামারডাঙা এলাকায় গাছগুলি লাগানো হয়েছে। মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে কাজ হচ্ছে, তা দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। মাঝেরহাট থেকে প্রস্তাবিত পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন পর্যন্ত টানেল বোরিং-এর মাধ্যমে কাজ হচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যেভাবে টানেল বোরিং ব্যবহার করা হয়েছে, তেমনই এই কাজেও একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।"