নিউজ ডেস্ক - কালীপুজোর পরের দিন কলকাতার গড়ফার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার মধুরিমা রায় নামে এক তরুণীর দেহ। আর লিভ ইন পার্টনার বিকাশ দত্তের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা যাচ্ছে , কালীপুজোর রাতে ওই তরুণী ও আরও কয়েকজন মিলে বিকাশের ফ্ল্যাটে পার্টি করছিলেন।আর পরের দিন সকাল থেকেই তরুণীর অসুস্থতা বাড়ে এবং এরপর ফ্ল্যাটেই তাঁর মৃত্যু হয়। কিন্তু কী কারণে মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
বিকাশের দাবি যে, তিনি তাঁর ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ফিরে এসে তিনি মধুরিমাকে বেসামাল অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিকাশ দত্তর মা থাকেন ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই। তিনি জানান, ফিরে এসে মধুরিমাকে ওই অবস্থায় দেখে তাঁর ছেলে ভাল ভাবে শুইয়ে দেন। গায়ে চাদরও টেনে দেন। তাঁরা ভেবেছিলেন মধুরিমা ঘুমোচ্ছেন।কিন্তু পরে তাঁকে ডাকতে গিয়ে দেখা যায় কোনও সাড়া নেই। সেই সময় প্রতিবেশীরা কেউ সাহায্যের জন্য আসেননি বলেও অভিযোগ।এরপর পুলিশ তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।