LOKKHI BHANDAR : লক্ষী ভান্ডারের অনুদান বাড়ানোর দাবি জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

 


নিউজ ডেস্ক - লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধি করার দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি জানালেন লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ, মানে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করতে হবে। সেই চিঠি তিনি নিজের সামাজিক মাধ্যমেও পোস্ট করে হ্যাস ট্যাগ 'লক্ষ্মীর ভান্ডার’ও দিয়ে বলেন, “আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, পশ্চিমবাংলার মহিলাদের ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দিয়ে যে ভোটব্যাঙ্ক আপনি তৈরি করছেন, তাতে কিন্তু কিছু হয় না। ন্যূনতম ২ হাজার টাকা করে দিতে হয়। তাতে অন্তত তাঁদের হাতখরচটা হবে।”

প্রশাসনিক মহল থেকে জানা যাচ্ছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের ১০০০ টাকা ১৫০০ টাকায় পৌঁছবে, আর ১২০০ টাকা বেড়ে হবে ১৭০০ টাকা। তবে,প্রথম থেকে বাংলার মুখ্যমন্ত্রীর দাবি করেন, তাঁদের ভাঁড়ারে টান রয়েছে।আর যার কথা মাথায় রেখেই বিজেপি সাংসদ সেই টাকা বাড়িয়ে ২০০০ টাকা করার দাবি রেখেছেন। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি মতে, ভাঁড়ারে টানের জেরে আরও বেশি কোণঠাসা হবে মমতা সরকার। 

 রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন, "মমতা সরকারকে চাপে রাখতে গিয়ে, কোথাও মমতার প্রকল্পেরই স্বীকৃতি দিল বিজেপি। বিজেপি সাংসদ কোথাও স্বীকার করে নিলেন, বাংলার মহিলাদের কাছে এই প্রকল্পের জনপ্রিয়তা কতটা! যদিও এই প্রকল্পের ধাঁচেই অন্নপূর্ণা প্রকল্প এনেছে বিজেপি। তার প্রচারও করছে বিজেপি নেতৃত্ব। কীভাবে সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে, ফর্ম ফিলাম করতে হবে, তারও পাঠ দিচ্ছেন। সেক্ষেত্রে অন্নপূর্ণা প্রকল্পে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কটাক্ষ করতে গিয়ে, কোথাও ‘লক্ষ্মীর ভান্ডারের’ স্বীকৃতিই দিল বিজেপি।"

এই বিষয় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “ওর আগে বলুক মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করার আগে ওরা কেন কিছু চালু করেনি? নকল করছে ওরা। তার আবার বড় বড় কথা। জ্যোতির্ময় সিং মাহাতোর উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া, বাংলার বকেয়া টাকাটা আগে দিক।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন