নিউজ ডেস্ক - নভেম্বর মাসের প্রথম দিনই একবার বাড়ল ১৯ কেজির রান্নার গ্যাসের দাম। প্রতি সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বেড়েছে ১৯ কেজির এলপিজি-র। আর এইনিয়ে টানা ৪ মাস দাম বৃদ্ধি পেল এলপিজি সিলিন্ডারের।এইদিকে প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করার পর এলপিজি পণ্যের দাম নির্ধারণ করে। এবারও ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফ থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর কথা ঘোষণা করা হল।
আজ, ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১৯১১ টাকা ৫০ পয়সা।তবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার যেমন ৮২৯ টাকাতে পাওয়া যায় সেরকমই পাওয়া যাবে।দাম বৃদ্ধি পাওয়ায় কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার ১৯১১.৫০ টাকা পাওয়া যাবে। কিন্তু দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডার ১৮০২ টাকা এবং মুম্বইয়ে ১৭৫৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৯৬৪.৫০ টাকায় পাওয়া যাবে।