নিউজ ডেস্ক - শুক্রবার ঝাড়গ্রামে বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মদিবসে আদিবাসী ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মঞ্চে দাঁড়িয়ে বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।”
আর অরূপ বিশ্বাস যখন এইকথা বলেন, তখন মঞ্চের সামনেই উপস্থিত ছিল ঝাড়গ্রামের কৃতি খুদে খেলোয়াড়রা।এরপর তাদের উদ্দেশ করেই বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরি কাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে।” আর এমনটা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন, “ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।”