কলকাতা মেট্রোয় নিত্যদিন বহু মানুষ যাতায়াত করেন এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। তবে খুব ভাগ্য ভালো থাকলেই আপনি বসে যাতায়াত করতে পারবেন। তার কারণ, বসার সিটগুলি ভর্তি হয়ে থাকে প্রথম স্টেশন থেকেই। আসলে ঠিক প্রথম স্টেশন নয়! বলতে গেলে শেষ স্টেশন থেকেই! হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রোয় ৫ মিনিট সময় লাগে। তাতেও বহু যাত্রীরা, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দানমুখী মেট্রোয় উঠে সিট ধরে রাখছেন। ফলত অন্তিম স্টেশন থেকে যে সব যাত্রীরা উঠছেন তারা বসার আসন পাচ্ছেন না।
তবে, এমন না করার ঘোষণা প্রায়ই করা হচ্ছে, পাবলিক অ্যাড্রেসাল সিস্টেমে। "উল্টো দিকের ট্রেনে চড়বেন না। তা হলে আর্থিক জরিমানা করা হবে।" কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। ফলে এই ঘটনা রুখতে, ১৪ জনের বিশেষ দল তৈরি হয়েছে৷ যারা ঘুরে ঘুরে এই সমস্ত যাত্রীদের চিহ্নিত করছে। ইতিমধ্যে প্রায় ৪০ জন করে গড়ে প্রতিদিন ধরা পড়ছেন। এই অভিযান এখনো বেশ কিছুদিন চলবে বলে জানিয়েছে রেল।