নিউজ ডেস্ক - দেগঙ্গার উত্তরপারপাটনা এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবারে টিকটিকি। আর সেই খাবার অজান্তে খেয়েও ফেলে অনেকে। আর বিষয়টা সামনে আসতেই ১৪ জন খুদে পড়ুয়াকে পর্যবেক্ষণে রেখেথে স্বাস্থ্য কেন্দ্র।
জানা যাচ্ছে, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে এক অভিভাবক টিকটিকি দেখতে পান । কিন্তু যখন তিনি দেখতে পান তখন ওই খাবার রীতিমতো বিতরণ করা হয়ে গিয়েছে এবং সেই খাবার বেশ কিছু ছোট ছোট পড়ুয়ারা খেয়েও নিয়েছে। এরপর এই খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। সঙ্গে সঙ্গে অভিভাবকরা তাদের শিশুদের দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
প্রসঙ্গ অনুযায়ী, এর আগে মিড ডে মিলের খাবারে সাপ, ব্যাঙ, টিকটিকি, মাকড়সা পাওয়া গিয়েছে। ফলে অঙ্গণওয়াড়ি কেন্দ্রগুলোর চরম অবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। কেন্দ্র থেকে টিমও পরিদর্শন করে যায়। কিন্তু তারপরও যে একই অবস্থা রয়েছে, তার প্রমাণ পাওয়া গেল এদিন।