নিউজ ডেস্ক - উত্তর ২৪ পরগনার বাগদার কানিয়াড়া যাদব চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেন সহকারি প্রধান শিক্ষক। কিন্তু তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। সহ প্রধান শিক্ষকের অভিযোগ যে, বিগত ৪ দিন ধরে স্কুলে মিড ডে মিল বন্ধ রয়েছে। যার জেরে দুপুরের স্কুলের প্রায় শ’ দেড়েক পড়ুয়া খাবার পাচ্ছে না। সেই ক্ষোভে মাথাচাড়া দিয়েছে পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে। আর এখানেই স্কুলের সহকারি প্রধান শিক্ষক অভিজিৎ মণ্ডল প্রধান শিক্ষকের বিরুদ্ধে তুললেন অভিযোগ। তাঁর দাবি যে, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। আর মিড ডে মিলের টাকা আসে প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে। কিন্তু, সেই টাকা তিনি সঠিক সময় না দেওয়ার জন্য মুদি দোকানের পাশাপাশি সবজির দোকানে ধার মেটানো যাচ্ছে না। জ্বালানির খরচ সমল দিতেও অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। ইতিমধ্যেই সমস্যার কথা বিডিও-কে জানানো হয়েছে।
কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি কনিয়াড়া যাদব চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দার বলছেন, “সেপ্টেম্বর মাস পর্যন্ত মিড ডে মিলের টাকা আমি স্কুল কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি। অক্টোবর মাসে স্কুল ছুটি ছিল। কিন্তু যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা।”
এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলছেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। স্কুলের ডি আই কে এই বিষয়ে জানিয়েছেন এসআই। আগামী সোমবার-মঙ্গলবারের মধ্যে বৈঠক হবে। এভাবে মিড ডে মিল বন্ধ থাকতে পারে না। আমরা পুরো বিষয়টা দেখছি।”