নিউজ ডেস্ক - আপনিও কি পেট্রোল পাম্পে টাকার হিসাবে গাড়িতে পেট্রোল ভরানো? তাহলে তা কিন্তু ঠিক নয়। কারণ অনেক পেট্রোল পাম্পে আপনি প্রতারণার শিকার হতে পারেন।তবে, পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল এবং ডিজেল ভরানোর সময় প্রতারণার শিকার হওয়া থেক্ড এড়ানো যেতে পারে। যেই গুলো হলো-
১.টাকার হিসেবে পেট্রোল ভরা বন্ধ করতে হবে।
২. রাউন্ড ফিগার থেকে ১০ বা ২০ টাকা বেশি পেট্রোল নিতে পারেন।
৩. আপনি লিটারের হিসেবে পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরান।
৪.আর টাকা দেওয়ার সময়ে খুচরো না থাকলে অনলাইন পে করে দিন।
Tags:
India