RAILWAY : হাওড়া থেকে বাঁকুড়া যাওয়ার জন্য এবার চালু হবে ট্রেন ,জানালেন সঞ্জীব কুমার

 

নিউজ ডেস্ক - দীর্ঘ অপেক্ষার অবসানার পর বুধবার হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম বিল্ডিংয়ে সাংবাদিক বৈঠকে হাওড়া থেকে অনেক কম সময়ে বাঁকুড়ায় যাওয়ার ট্রেনের কথা জানালেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। 

এই ট্রেন চালানোর প্রসঙ্গে তিনি বলেন, "আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এর ফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে। এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১৮৫ কিলোমিটারে দাঁড়াবে। এর ফলে যাত্রীরা হাওড়া থেকে অনেক কম সময়ে পৌঁছে যেতে পারবেন বাঁকুড়া। মশাগ্রাম স্টেশন পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হেসাবে কাজ করবে।" 

তিনি আরও বলেন, "মশাগ্রাম থেকে শক্তিগড় স্টেশন পর্যন্ত অটো সিগনালিং সিস্টেমের কাজ সম্পূর্ণ করা হবে। এর ফলে আট জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এইসব ট্রেনগুলির মধ্যে রয়েছে কবিগুরু এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, আসানসোল-সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস এবং শিয়ালদা-সিউড়ি মেমু ট্রেন। এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হবে। হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা-এনজিপি পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল-নবদ্বীপ-কাটোয়া-আজিমগঞ্জ রুটে চলাচল করবে।  পাশাপাশি হাওড়া থেকে বিকানির এক্সপ্রেস, মুম্বই মেল, হিমগিরি এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস কর্ড লাইনের বদলে মেন লাইন দিয়ে নিয়ে যাওয়া হবে।"

ডিআরএম আশা প্রকাশ থেকে জন্য যাচ্ছে, খুব শীঘ্রই রেল দফতর হাওড়া-বাঁকুড়া রুটে নতুন ট্রেন চালানো হবে।এই অটো সিগনালিং সিস্টেম চালু হওয়ার ফলে মশাগ্রাম স্টেশন দিয়ে মেল এক্সপ্রেস এর পাশাপাশি মালগাড়ি নিয়ে যাওয়া হবে। এতে সুবিধা হবে রেলের।এর সাথে বুধবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া-ব্যান্ডেল শাখায় আট জোড়া লোকাল ট্রেন সন্ধ্যের দিকে চালানো হবে। ট্রেন চলবে মাঝরাত পর্যন্ত। এছাড়াও হাওড়া-শক্তিগড় শাখায় এমনভাবে সিগন্যালিং সিস্টেমকে উন্নত করা হচ্ছে যাতে ৭৫ মিটার তফাতে দুটি লোকাল ট্রেন চলতে পারে। আগে যেখানে ১০০ থেকে ১৫০ মিটার দূরত্ব বজায় রাখা হত।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন