নিউজ ডেস্ক - জগদ্ধাত্রী পুজোতে ভিড়ের কথা মাথায় রেখে এবং যাত্রীদের সুবিধার্থে হাওড়া থেকে ব্যান্ডেল বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেল।যা আগামী ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চালানো হবে। হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে প্রতিটি স্টেশনে থামবে ট্রেনগুলি। এই লাইনে মোট পাঁচ জোড়া লোকাল ট্রেন চালানো হবে বলে জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এরসাথে হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত চলবে আরও একটি বিশেষ ট্রেন।
রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার স্পেশাল ট্রেনগুলি ছাড়ার সময় হল বিকেল ৫.২০, সন্ধ্যা ৭.৫৫, রাত ৮.৩৫, রাত ১১.৩০ ও রাত ১২.৩০। অপরদিকে, ব্যান্ডেল থেকে হাওড়া পৌঁছনোর ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬. ৩৫,রাত ৯. ২০, রাত ৯. ৫৫ ,রাত ১.০০ ও রাত ২.০০।আর হাওড়া থেকে বর্ধমান যাওয়ার বিশেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১.১৫ - তে। ওই ট্রেনটি আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া, বর্ধমান থেকে হাওড়ার দিকে যাওয়ার ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০.০০।
প্রতিমা নিরঞ্জনের দিনও চালানো হবে বিশেষ ট্রেন। ১২ নভেম্বর প্রতিমা নিরঞ্জনের দিন রাত ২.৩৫ হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন এবং ভোর ৪.০০ ব্যান্ডেল থেকে ছাড়বে স্পেশাল ট্রেন।আর,আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হাওড়া থেকে মশাগ্রাম যাওয়ার ট্রেনের রুট বাড়িয়ে বর্ধমান পর্যন্ত করা হবে।