RATION - রেশনের চাল ও গমে হলো বড়ো পরিবর্তন, দেখে নিন কত করে পাবেন রেশন

নিউজ ডেস্ক : এবার থেকে মাসিক রেশন নিয়ে উঠে এলো বড় খবর। বদল এল রেশনে প্রাপ্ত চাল ও গমের পরিমাণে। চলতি মাসের, ১ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার থেকে রেশনে চাল ও গমের পরিমাণ বরাদ্দ করা হয়েছে। 

আগে প্রতি রেশন কার্ডের জন্য ৩ কেজি চাল ও ২ কেজি গম পাওয়া যেত। তবে এই মাস থেকেই তিন কেজির বদলে রেশনে আড়াই কেজি চাল ও দুই কেজি গমের বদলে আড়াই কেজি গম পাওয়া যাবে। মূলত  চাল ও গমের পরিমাণে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সাধারণ রেশন কার্ডের পাশাপাশি, অন্ত্যোদয় কার্ডেও এবার থেকে ১৮ কেজি চাল ও ১৭ কেজি গম পাবেন। যা আগে ৩০ কেজি চাল ও ১৪ কেজি গম ছিল।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন