নিউজ ডেস্ক - মুর্শিদাবাদে জলঙ্গিতে গৃহবধূর মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেল শ্বশুরবাড়ির লোকজন। এরপর পুলিশি তদন্ত শুরু করলে জলঙ্গির কীর্তনীয়াপাড়া এলাকার বাসিন্দা ইবরিজা খাতুন নামে গৃহবধূকে খুনের অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
মৃতের পরিবারের বক্তব্য যে, এগারো বছর আগে পাশের গ্রামের মোশারফ মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়। এরপর বিয়ের পর থেকেই একাধিকবার একাধিক কারণে তাকে নির্যাতন করা হত। কিন্তু তাঁর বাবা জানাচ্ছেন, মেয়ে নিজেই পরিস্থিতি সামাল দিলেও দুই সন্তান হয়ে যাওয়ার পরও তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার একই ভাবে চলতে থাকে।এরপর বৃহস্পতিবার হঠাৎ ইবরিজাকে বাবার বাড়িতে হাসপাতালের তরফ থেকে ফোন করে জানানো হয়ে যে, তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে।
হাসপাতালের তরফ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।আর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে ইবরিজার পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।