RG KAR : সুপ্রিম কোর্টে থেমে রইলো আরজি কর মামলার শুনানি

 


নিউজ ডেস্ক-  পরপর দুইদিনের পর গতকালও সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হল না। গতকাল সকালে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে৷ কিন্তু আদালতের কাজ শুরু হওয়ার পর জানা যায়, মামলাটি বিকেল তিনটের সময় শুনানির জন্য তোলা হবে৷ শেষ পর্যন্ত মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি জানিয়ে দেন, আজও আরজি কর মামলার শুনানি হচ্ছে না৷আজ ফের মামলাটির শুনানি হবে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি৷ আজ দুপুর দুটো নাগাদ মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ওঠার সম্ভাবনা আছে৷

গত মঙ্গলবার প্রধান বিচারপতি জানিয়েছিলেন,গতকাল অর্থাৎ বুধবার  সকালে প্রথমেই আরজি কর মামলাটি শুনবেন তাঁরা৷ আর এই দিন সকালে জানা হয়, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির তালিকায় থাকা মামলাগুলির মধ্যে ৩৪ নম্বরে রয়েছে আরজি কর মামলা৷ফলে দেখা যায়, তালিকায় শুরু দিকে থাকা মামলাগুলির শুনানি শেষ হতেই অনেকটা সময় লেগে যাচ্ছে৷আর তখনই সংশয় সৃষ্টি হয় আরজি কর মামলার শুনানি নিয়ে৷

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন