নিউজ ডেস্ক - ব্যস্ততার মধ্যে ফের সমস্যায় পড়তে হল লোকাল ট্রেনের যাত্রীদের। শুক্রবার সকালে অশোকনগর স্টেশনে অবরোধের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল রীতিমতো থেমে যায় । ফলে লাইনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন।
জানা যাচ্ছে , এই দিন সকাল ৭টা ৩০ মিনিটে ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগরে পৌঁছতেই যাত্রীদের একাংশ অবরোধ শুরু করেন। আর বেশ কিছুদিন ধরেই এই মাঝেরহাট লোকাল নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে যাত্রীদের মাঝে।
যাত্রীদের অভিযোগ যে , ট্রেন কখনও মাঝেরহাট পর্যন্ত যায় না। কখনও বারাসাতে গিয়ে থেমে যায়,বা কখনও কলকাতা স্টেশন পর্যন্ত গিয়ে থেমে যায় আর এগোয় না। যার জেরে অসুবিধায় রোজই পড়তে হয় যাত্রীদের।আর অবশেষে দিনের পর দিন একই সমস্যা চলতে থাকায় আজ অবরোধের সিদ্ধান্ত নেন যাত্রীরা। তাঁদের দাবি অনুযায়ী জানা যাচ্ছে, মাঝেরহাটে যাওয়ার সব লোকাল ট্রেনই অনিয়মিত চলে। এই অবরোধের ফলে আপ এবং ডাউন বনগাঁ শিয়ালদহ শাখার যোগাযোগ কার্যত হয় না।
আর সাথে কয়েকদিন আগেই দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এই লোকাল ট্রেন নিয়ে বিক্ষোভের জন্য অবরোধ হয়। অভিযোগ , ট্রেন লেট হওয়া নিত্যদিনের ঘটনা, যার জন্য অফিস টাইমে সমস্যায় হতে হচ্ছে যাত্রীদের। তার জেরেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। সে দিন দীর্ঘক্ষণ চলে অবরোধ।