নিউজ ডেস্ক - সুরেন্দ্রনাথ কলেজের কিছুটা দূরবর্তী স্থানের বৈঠকখানা বাজার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ। এবং এই ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। গোপন সূত্রে খবরের উপর ভিত্তি করে এসটিএফ আধিকারিকরা শনিবার বৈঠকখানা এলাকায় একটি গোলির ভিতর অবস্থিত একটি চায়ের দোকানে গিয়ে তাঁরা তল্লাশি চলান।তল্লাশির মাধ্যমে মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ টি পিস্তল, ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই আটক হয় ইসমাইল। গোয়েন্দাদের অনুমান যে, ওই ব্যাক্তি বৈঠকখানা রোডে অস্ত্রগুলি সরবরাহ করতে এসেছিল। যা, বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল ।
স্থানীয় এক দোকানদার বলেন, “গোডাউনের সামনে ভিড় দেখি। তখন শুনি একজনকে পুলিশ ধরেছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলাম বলল বন্দুক পাওয়া গেছে। লোকটার কাছে ব্যাগ ছিল একটা। তবে আগে এই লোকটাকে এখানে কখনও দেখিনি।”