নিউজ ডেস্ক - রবিবার সকালে শালিমার স্টেশনের বাইরে সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট অভিযান চালিয়ে উদ্ধার করল দু-দিনের এক কন্যা সন্তানকে । আর ঘটনায় মানিক হালদার ও মুকুল সরকার নামে দুজনকে গ্রেফতার করে। ওই কন্যা শিশুটিকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে রাখা হয়েছে। সূত্রের খবর, এই শিশুটিকে বিহার থেকে নিয়ে এসে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ধরা পড়ে। CWC-এর আধিকারিকরা এবং বাচ্চা বাঁচাও আন্দোলনের সদস্যরা পুরো অভিযানে ও শিশুটিকে উদ্ধারের সময় সিআইডির টিমের সাথে পুরোপুরি ভাবে সহায়তা করে। ইতিমধ্যে দুই অভিযুক্তকে বি গার্ডেন পিএস-এ ক্যাম্প নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Tags
Kolkata