নিউজ ডেস্ক - পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার দেয়াশা গ্রামে বৃহস্পতিবার রাত বারোটায় বাড়ির কালী মন্দিরের পুজো শেষ হওয়ার পর পর পরিবারের সদস্যরা মন্দিরে তালা লাগিয়ে ঘুমোতে চলে যান। এরপর শুক্রবার সকালে এসে পরিবারের সদস্যরা দেখেন লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না লুঠ হয়েছে ।এরপর চুরির খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ যায় গ্রামে।
জানা যাচ্ছে এইদিন সকালে মন্দিরের তালা খুলতে গিয়ে দেখতে পান মন্দিরের সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং দেবীর গায়ের সোনা ও রূপোর অলঙ্কার নেই। দাস পরিবারের প্রবীণ সদস্যা অমিতা দাস বলেন, "কালী পুজোয় আমাদের কুলোদেবীকে পরানো হয় সোনা, রূপোর গয়না। বহু বছর ধরেই এই রীতি আমরা পালন করে আসছি।দেবীর গায়ে পরানো সব অলঙ্কারই রাতে চুরি হয়েছে গেছে। তাঁর দাবি যে, আনুমানিক দেড় ভরি ওজনের সোনা ও চার ভরির মতো রূপোর অলঙ্কার চুরি হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।