নিউজ ডেস্ক - এক শিশুর মৃত্যুর জেরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি ও হাসপাতালে বেড না থাকার অভিযোগ তুলেন মৃত শিশুর মা বাবা । জানা যাচ্ছে , বহরমপুর থানার অন্তর্গত পর্বতপুরের এক দম্পতি তাঁদের দু’মাসের সন্তানকে নিয়ে শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি করাতে যান। কিন্তু অভিযোগ যে , সেখানে বেড না থাকায় শিশুটিকে কোলে নিয়েই অক্সিজেন টানতে হয়। এবং বারংবার বলার সত্ত্বেও চিকিৎসক চিকিৎসা করেনি। আর এরপর রাত আটটা নাগাদ মৃত্যু হয় বাচ্চাটির।
মৃত শিশুর দাদু বলেন, “আমার নাতনিকে বেলা ১২টার সময় ভর্তি করি। সিস্টার-ডাক্তারকে বলি ওর চোখ-মুখ বেরিয়ে গিয়েছে একটু দেখুন। ওরা দেখল না। আধ ঘণ্টা পর অক্সিজেন দিল। তাও কোলে বসিয়ে অক্সিজেন দিতে হচ্ছে। বেড পর্যন্ত নেই। এক-একটা বেডে চারটে করে রোগী। কিছুক্ষণ পর নাতনির অবস্থা খারাপ হলে সিস্টারকে বললাম দেখুন ওরা তো ইয়ার্কি-ফাজলামি মারছে। দেখলাম জুনিয়র ডাক্তার আছে। তাঁকে বললাম ডাক্তারবাবু দেখুন। উনি তো বাচ্চাটার পায়ের একধিক জায়গায় ইঞ্জেকশন ফুটিয়ে ফুটিয়ে দেখেছে। ও তো জানেই না। দেখবে কী। রাত আটটার সময় মারা গেল বাচ্চাটা।”