নিউজ ডেস্ক - মঙ্গলবার বিকালে উত্তর প্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণের জেরে আগুনে অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর জখম অন্তত আটজন কর্মী। যাদের মধ্যে তিনজনের অবস্থা খুবই সঙ্কটজনক বলেই জানা যাচ্ছে।
প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে, রিফাইনারিতে অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময় ভ্যাকুমের সামনে যে শ্রমিকরা ছিলেন, তারা আগুনে ঝলসে যান। আর বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল।
মথুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক জানাচ্ছেন, মেইনটেন্যান্সের কাজ চলছিল।আর সেই সময় এভিইউ ইউনিট বন্ধই ছিল।ফলে মেশিন অন করতেই বিস্ফোরণ হয়। এবং আশেপাশে ৮ থেকে ৯ জন শ্রমিক ছিলেন, তাদের মধ্যে ২ জনের দেহের ৫০ শতাংশ , ২ জনের দেহের ৪০ শতাংশ , বাকি ৪ জনও ২০ শতাংশ দ্বগ্ধ হয়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাদের দিল্লিতে স্থানান্তরিত করা হয়।