নিউজ ডেস্ক -শুক্রবার সকাল সাতটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালি থানার অন্তর্গত বিল্লাপুর ১ ফাটুক জেটি ঘাটে রাস পূর্ণিমা উপলক্ষে স্নান করতে গিয়ে একসঙ্গে তলিয়ে গেল চার যুবক। সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এখানেই স্নান করতে এসেছিলেন ওই চার যুবক। কিন্তু স্নান করতে নামার কিছুক্ষণ পর তলিয়ে যায় চারজন।
এরপর সেখানকার বেশ কয়েকজন উদ্ধারের জন্য ঝাঁপিয়েও পড়লেও, আর খোঁজ পাওয়া যায়নি চার যুবকের। আর পুলিশের কাছে খবর গেলে পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় দমকলে। আনা হয় ডুবুরি এবং নামানো হয় নৌকা। তল্লাশি অভিযান শুরুর পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও খোঁজ পাওয়া যায় না যুবকদের।
ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, “সাতটা নাগাদ ওরা স্নান করতে আসে। প্রথমে একজন তলিয়ে যায়। তাঁকে বাঁচাতে বাকিরা ঝাঁপিয়ে পড়ে। মোট পাঁচ জন তলিয়ে যায়। ঘাটে থাকা লোকজন একজনকে টেনে তুলতে পারলেও বাকিদের পারেনি। প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। দীর্ঘ সময় ধরেই তল্লাশি চললেও এখনও কাউকে পাওয়া যাচ্ছে না।”
Tags:
WEST BENGAL