নিউজ ডেস্ক - বিষ্ণুপুরে বিলাসবহুল হোটেলের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হল অশোক রাজবংশী নামে এক ব্যক্তির দেহ। তার বাড়ি কলকাতার নিউ টাউন এলাকায়। হোটেল সূত্রে খবর , কিছু দিন আগে পর্যটকদের সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে হোটেলে এসেছিলেন অশোক রাজবংশী। আর গতকাল রাতে তিনি হোটেলের সামনে নিজের গাড়িতে চালকের আসনেই শুয়েছিলেন।কিন্তু আজ সকালে পর্যটকরা শুশুনিয়া পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির সামনে এলে গাড়ির মধ্যে পড়ে রয়েছেন ওই ব্যক্তিকে দেখেন। এরপর পরীক্ষা করে দেখা যায় দেহে কোনও সাড় নেই। পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে । আর খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে তৈরি ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ।
Tags:
WEST BENGAL