নিউজ ডেস্ক - সোমবার রাতে বাঁকুড়ার সোনামুখি গ্রামীণ হাসপাতাল ঠেকর মৃত সদ্যজাতকে মুখে করে নিয়ে গেলো একটি কুকুর। এরপরই হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন প্রসূতির আত্মীয়রা।তবে খবর পাওয়ার পর হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। জানা যাচ্ছে , রবিবার রাতে প্রসবযন্ত্রণা নিয়ে সোনামুখি হাসপাতালে গিয়েছিলেন কোচডিহি গ্রামের বাসিন্দা এক বধূ। এরপর চিকিৎসক তাঁকে মূত্র পরিক্ষা করতে বলে মূত্র সংগ্রহ করতে প্রসূতি হাসপাতালের শৌচাগারে গিয়ে সেখানে একটি অপরিণত শিশুর জন্ম দেন। আর প্রসূতির কান্নাকাটি করলে ছুটে আসেন পরিজনরা।এবং নার্সদের খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। বেশ কিছুক্ষণ পর সেখানে নার্স গিয়ে প্রসূতিকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হলেও মৃত শিশুটি শৌচাগারেই পড়ে থাকে ।
প্রসূতির শুশ্রুষা করে বেশ কিছুক্ষণ পর শিশুটির কথা বাড়ির লোকের মনে পড়লে সঙ্গে সঙ্গে শৌচাগারে ছুটে যান গিয়ে তাঁরা দেখেন সেখানে কোনও সদ্যোজাতের দেহ নেই। এর পর খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পান একটি পথকুকুর শিশুটিকে মুখে করে হাসপাতাল থেকে পালাচ্ছে।আর এর পরই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রসূতির মহিলার পরিজনরা কান্নাকাটি শুরু করে দেন। আর এরই মধ্যে হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বচসা বেঁধে যার তাঁদের। ।