নিউজ ডেস্ক - রাজারহাটের রাইগাছি মুন্সি পাড়ার বেলতলা এলাকায় স্কুলে যাওয়ার আগে সকালবেলায় নিজেই টিফিন কিনতে গিয়ে গত তিনদিন ধরে নিখোঁজ এক সপ্তম শ্রেনীর ছাত্র। জানা যাচ্ছে , গত সোমবার সকালে বাড়ি থেকে টিফিন কিনতে বেরিয়েছিল তারপর আর ফিরে আসে না। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।
আর স্থানীয় দোকানি জানায়, শেখ সামির নামে ওই কিশোরকে কেউ দেখেননি। এরপর পরিবারের লোকেরা রাজারহাট থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে টা খোঁজ করছে।
Tags:
Kolkata