SHOCKING : অপরেশন করার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেল আসামি

 

নিউজ ডেস্ক - হার্নিয়ার অপারেশেনের কারণে হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছুটা সুস্থও হয়ে ওঠার পরই হাসপাতাল ছেড়ে চম্পট দিল রোগী তথা আসামি । সে মামলায় বিচারাধীন বন্দি। তব্দা গোটা ঘটনায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে । তারই সঙ্গে চিকিৎসাধীন বন্দীর নজরদারির দায়িত্বে থাকা জেলের নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে । 

আর ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে। ইতিমধ্যে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে , এখনও পর্যন্ত বিচারাধীন ওই বন্দীর খোঁজ পাওয়া যায়নি

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন