নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সিংহীরচক এলাকায় এক বাড়ির সামনে থেকে উদ্ধার করা হলো যুবকের গলাকাটা দেহ। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দিলীপ নাইঞা, বয়স ৩৪। মৃতের পরিবার অভিযোগ জানায় যে, দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করা হয়েছে।
কাজের সূত্রে তার সেখানে থাকা না হলেও প্রায় দু’মাস পর রবিবার বিকালে দিলীপ বাড়ি ফিরেছিলেন। তবে দিলীপকে কে বা করা খুন করলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশায়। তদন্ত করতে গিয়ে পুলিশ জানায়, দিলীপের দেহ যেখান থেকে উদ্ধার করা হয়, তার পাশেই পড়ে ছিল একটি লেডিস সাইকেল। শুধু তাই নয় গলা কাটা অবস্থাতেই নিজেকে বাঁচানোর জন্য, যা হোক করে আত্মীয়ের বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করছিলো।আসার চেষ্টা করেছিলেন তিনি। তবে তার আগেই মৃত্যু হয় তার।
Tags:
WEST BENGAL