নিউজ ডেস্ক - বাঁকুড়ার কোতুলপুর থানার দেশড়া এলাকায় তিন দিন নিখোঁজ টাকার পর পুকুর থেকে উদ্ধার হল বছর ৩১ এর অভিজিৎ সাঁতরা নাম এক ব্যক্তির দেহ । জানা যাচ্ছে ওই যুবক গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা তদন্ত করছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর ,প্রতিদিনের মতোই রবিবার সকালে নিজের কাজে গিয়েছিলো সে কিন্তু আর বাড়িতে ফিরে আসেননি। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। আর এরপর মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ স্থানীয় একটি পুকুরের জলে ভাসতে দেখে পুলিশ। আর এরপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশী পতিপাবণ সাঁতরা বলেন, “দিন তিনেক আগে মাংস কাটছিল। তারপর শৌচকর্ম যাওয়ার নাম করে বের হয়। আর বাড়ি ফেরেনি। তিনদিন পর আমাদের কাছের একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে তার দেহ।” তিনি আরও বলেন, “আজ সকালে একজন লোক শৌচকর্ম করতে যাচ্ছিল। পুকুরের জলের দিকে নজর পড়তেই পিলে চমকে ওঠে। দেখে জলে মৃতদেহ দেহ ভাসছে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়।”