নিউজ ডেস্ক - দীপাবলির রাতে মধ্যপ্রদেশে রেওয়া জেলায় ঝামেলার ফলে রাগের মাথায় স্বামীর প্রথমে পক্ষের স্ত্রীকে ছুরি দিয়ে অন্তত ৫০ বার কোপ এবং মুখে লাথি, গালিগালাজ করল মানসী নামে এক তরুণী।ঘটনায় পুলিশ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে। আর আক্রান্ত মহিলা জয়ার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। আর ছুরি দিয়ে কোপানোর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ জানাচ্ছে, মানসী এবং জয়া দুজনেই রামবাবু ভার্মা নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেছেন। ঘটনাটি ঘটে দীপাবলিতে ঘটেছিল ৩১ অক্টোবর রাতে।
কোনও একটি বিষয়ের জন্য মানসী এবং জয়ার মধ্যে ঝামেলা হয়। আর সেই ঝামেলা জেরে মানসী হিংসাত্মক হয়ে উঠে একটি ছুরি নিয়ে জয়াকে ৫০ বারেরও বেশি কোপ মারে। ভাইরাল হয়ে সেই ভিডিওতে দেখা যাচ্ছে , মানসী জয়ার কাছে দাঁড়িয়ে আছে।হামলার পর জয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এখানেই শেষ নয় , এরপর মানসীকে জয়ার মুখে লাথি মারতে ও গালিগালাজ করতেও দেখা যায়। ঘটনার পর জয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিষয় খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মানসীকে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করে।
পুলিশ জানায়, জয়ার সঙ্গে রাম বাবু ভার্মার বিয়ে হয় ২০১৯ সালে। তবে তার খারাপ স্বাস্থ্যের জন্য রামবাবু ২০২১ সালে মানসীকে বিয়ে করেছিলেন। মামলার বিষয়ে এক সিনিয়র পুলিশ আধিকারিক উদিত মিশ্র বলেন, "এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রামবাবুর প্রথম স্ত্রী জয়া প্রায়ই অসুস্থ থাকতেন। সেই কারণে তিনি মানসীকে বিয়ে করেছিলেন। আমরা তদন্ত চালাচ্ছি। আক্রান্তের বয়ানের জন্য অপেক্ষা করছি।"