নিউজ ডেস্ক - শ্যামনগরে সপ্তম শ্রেণির ছাত্রর চোখে আঘাত করার অভিযোগে গ্রেফতার হল কম্পিউটারে শিক্ষক। জানা যাচ্ছে,পথিকৃৎ দাস নামে ওই সপ্তম শ্রেণির ছাত্র গত দু’বছর ধরে শ্যামনগর ২৪ নম্বর রেলগেটের কাছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সে কম্পিউটার শিখতে যায়।কিন্তু গত ১৪ নভেম্বর শিশুদিবসের দিন ওই ছাত্রের চোখে আঘাত করার অভিযোগ সুসময় বন্দ্যোপাধ্যায় নামে ওই প্রশিক্ষকের বিরুদ্ধে।
এরপর পড়ুয়া বাড়িতে এসে তার পরিবারকে সব জানালে কিশোরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তারা অপারেশনের পরামর্শ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাকে বেঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপচার করা হলেও দৃষ্টি ফেরার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিষয়ে জগদ্দল থানায় অভিযোগ দায় করেছেন আক্রান্ত ছাত্রের পিসি নিবেদিতা মোদক। যার ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ অভিযুক্ত সুসময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে।
আহতের পিসি বলেন, “ও কম্পিউটারে শিখতে যায়। স্যরকে খাতা দেখাতে গিয়েছিল। স্যরের পাশেই দাঁড়িয়েছিল পথিকৃত। সেই সময় ওই স্যর ডায়েরি ছুড়ে মারে। সেটা চোখে লাগে। বাঁ চোখের কর্নিয়া তখনই ফেটে যায়। রেটিনা নষ্ট হয়। ও বারবার বলে আমি দেখতে পাচ্ছি না। ও অনেকবার বলার পর স্যর বলে তোর চোখে পোকা ঢুকেছে।”