নিউজ ডেস্ক - বুধবার দুপুর তিনটে নাগাদ পশ্চিম বর্ধমানের পানাগড়ে কাঁকসার রাইস মিল রোডে পুরানো গাড়ির যন্ত্রাংশের বাজার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যাওয়ার কারণে খেলতে গিয়ে আগুন ঝলসে গেল ৪ শিশু। জানা যাচ্ছে , ওই গাড়িটির ভিতর ওই চারজন শিশু ভিতরে খেলা করছিল। যার জন্য তারা গাড়ি থেকে বেরোনোর সুযোগ পায়নি এবং দগ্ধ হয়ে যায় । আগুন লাগার পর তারা রীতিমতো চিৎকার করতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা শুনতে পেয়ে তাদেরকে উদ্ধার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আর বাকি দুজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে , চারজনেরই বয়স সাত-এর কম। তাই চিকিৎসকরাও এই ঘটনায় উদ্বিগ্ন।
Tags
WEST BENGAL