নিউজ ডেস্ক - শুক্রবার কালনার রেল লাইন থেকে উদ্ধার হল অঙ্গনা হালদার নামে ক্লাস টুয়েলভের ছাত্রীর দেহ। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হচ্ছে রহস্য।
জানা যাচ্ছে, ওইদিন সন্ধ্যায় জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর দেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, জিআরপি গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ছাত্রীর দেহ বাড়ি ধাত্রীগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনই মায়ের সঙ্গে কালনা শহরেই এক ইংরেজি শিক্ষকের কাছে টিউশন পড়তে আসতো সে। সেইমতো শুক্রবার সন্ধ্যাতেও পড়তে এলে অন্যান্য দিনের তুলনায় সেইদিন একটু আগেই ছুটি হয়ে যায়।
সূত্রের খবর অনুযায়ী, টিউশন থেকে বেরিয়ে বাড়িতে মাকে ফোন করে শুধু বলে "ওরা আমাকে আর বাঁচতে দেবে না।" এরপর মা পাল্টা কোনও প্রশ্ন করার আগেই ফোন কেটে যায়। পরিবারের দাবি যে, এর পিছনে দ্বিতীয় কোনও ব্যক্তির হাত আছে। রাতেই কালনা জিআরপি অফিসের সামনে উপস্থিত হন মৃতের পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগও। তাঁর দাবি যে , পুলিশি তদন্তেই সবটা পরিষ্কার হবে। মৃতার পরিবারের এক সদস্য বলেন, “টিউশন শেষে ও মায়ের সঙ্গে ফেরে। কাল টিউশন শেষ হতে না হতেই বেরিয়ে মাকে ফোন করে। ফোনে ওই কথাই শুধু বলে। তারপরই এ ঘটনা।”