নিউজ ডেস্ক - শুক্রবার বিকালে রানিগঞ্জের রনাই অঞ্চলে চেম্বার থেকে উদ্ধার হল লালমোহন খাঁ নামে হোমিওপ্যাথি চিকিৎসকের ঝুলন্ত দেহ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো শুক্রবার সকাল থেকেই চেম্বার বন্ধ ছিল। আশপাশের দোকানের মালিকরা বন্ধ চেম্বারের দরজার নীচ থেকে আচমকাই রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে চেম্বারের শার্টার খুলে দেখা যায় ডাক্তারের দেহটি বন্ধ ঘরের সিলিং থেকে ঝুলছে। এবং দেহে পচন ধরেছে। রানিগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
Tags
WEST BENGAL