নিউজ ডেস্ক - সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কর্মজীবন শেষ হচ্ছে আগামী ১০ নভেম্বর। আজ , শুক্রবার অবসরের আগে শেষ বারের মতো সুপ্রিম কোর্টে মামলা শুনানি করলেন। শেষ দিন এজলাসে বসে কিছুটা আবেগপ্রবণ হয়ে প্রধান বিচারপতি বলেন, "আগামীকাল থেকে আর ন্যায়বিচার দিতে পারব না। কিন্তু আমি সন্তুষ্ট!"
২০২২ সালে ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন চন্দ্রচূড়।২০১৬ থেকে মোট আট বছর সুপ্রিম কোর্টের বিভিন্ন এজলাসে বসে শুনেছেন অনেক মামলা। আর তাঁর মেয়াদ আনুষ্ঠানিক ভাবে শেষ হচ্ছে রবিবার। কিন্তু সেইদিন ছুটির দিন হওয়ায় শুক্রবারই শেষ বারের জন্য এজলাসে বসলেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, তাঁকে যখন জিজ্ঞেস করা হয় বিদায় অনুষ্ঠান কখন শুরু করা হবে, তখন তিনি জানান শুক্রবার দুপুর ২টোয়।প্রথমে তিনি ভেবেছিলেন তার মধ্যেই সব কাজ মিটিয়ে ফেলতে পারবেন। তবে পরে তাঁর এ-ও মনে হয়, দুপুর ২টোয় কি কেউ আসবেন? নাকি তাঁকে একাই বসে থাকতে হবে? কিন্তু তাঁর কর্মজীবনের শেষ বেলায় অনেকেই উপস্থিত হয়েছিলেন বিদায়ী অনুষ্ঠানে।
আগামীদিনে চন্দ্রচূড়ের পরে দেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন বিচারপতি সঞ্জীব খান্না।প্রধান বিচারপতি মনে করেন তাঁর হাতে বিচারব্যবস্থা সুরক্ষিত থাকবে। তার পরই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, "আমি যদি আদালতে কাউকে আঘাত করে থাকি, তা হলে দয়া করে আমাকে ক্ষমা করুন।"