নিউজ ডেস্ক - হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের নিরুদ্দেশ হয়ে যাওয়া পাঁচ ছাত্র ছাত্রীরা ট্যাবের টাকা পুনরায় তাদের ব্যংক একাউন্টে দিয়ে দিলো রাজ্য সরকার।নিরুদ্দেশ হয়ে যাওয়া ওই টাকা প্রশাসনের তরফে সঠিক তদন্ত করে উদ্ধার করার দাবি করেছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষকের।হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন সূত্রে জানা গেছে মোট ছয় জন ছাত্র ছাত্রীর ট্যাবের টাকা তাঁদের ব্যাংকে ঢোকেনু ।যদিও এক জন ছাত্রের টাকা ফেরৎ পাওয়া গিয়েছিলো আর প্রশাসনের তৎপরতায় কিন্তু বাকি পাঁচ জনের টাকা ফেরত না আসায় স্কুলের পক্ষ থেকে শিক্ষা দপ্তর, থানা ও সংশ্লিট ব্যংক কর্তৃপক্ষ কে দাবি জানানো হয়।
তদন্তের সময়ে জানা যায় ধুপগুড়ি, কৃষ্ণগঞ্জ ও কলকাতার কাঁকুরগাছি এবং গরিয়াহাট এলাকার মোট দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখার পাঁচটি ভিন্ন একাউন্টে টাকা জমা পরেগিয়েছে ।ফলে ওই পাঁচ ছাত্র ছাত্রীরা টাকা উদ্ধার না হলেও পুনরায় ওই তাঁদের একাউন্টে ট্যাব কেনার টাকা জমা করেছে রাজ্য সরকার।মঙ্গলবাড়ি ওই পাঁচ ছাত্র ছাত্রীর একাউন্ট প্রতি ১০ হাজার টাকা করে ঢুকেছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।