নিউজ ডেস্ক - শান্তিনিকেতনের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারুলডাঙা গ্রামে খুন সমীর ঠান্ডার নামে এক তৃণমূল কর্মী। জানা যাচ্ছে , সন্ধ্যাবেলায় বাড়িতে ফোন করে বলেন রাতে বাড়িতে ফিরে খাবেন। কিন্তু এরপর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার সময়েও না ফেরার পরিবারের সদস্যরা খোঁজখুঁজি শুরু করলে রাতে তিনি নিজেই বাড়িতে ফোন করে বলেন, "আমাকে নিয়ে যাও, ওরা আমাকে ফেলে মারছে…" বলে ফোন কেটে দেন। এরপর পরিবারের সদস্যরা গিয়ে দেখেন রাস্তায় ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলেও কোনো লাভ হয় না। মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।
পুলিশ ইতিমধ্যেই খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সমীর ওই পঞ্চায়েতের পারুলডাঙ্গা বুথের সদস্য ছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের উদ্দেশে বের হন। এরপর বাড়িতে ফোন করে বলেন, “আমি উত্তর নারায়ণপুরে আছি, রাতে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব।”আবার ফিরে না এসে রাতে বাড়িতে ফোন করে বলেন, “আমি উত্তর নারায়নপুর গ্রামের ঢালাই রাস্তার ওপর পড়ে আছি আমাকে মারধর করা হয়েছে।”
বাড়ির লোকজন দ্রুত সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে শিয়ান হাসপাতালে নিয়ে যায়, পরে তাঁকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। রবিবার তাঁর মৃত্যু হয়।তবে, কী কারণে তাঁকে মারধর করা হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে ।