নিউজ ডেস্ক - মালদহের গাজোলের কদুবাড়ি এলাকায় বাইকে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে চারচাকার গাড়ির সজোরে ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। পুলিশ সূত্রে খবরে জানা যাচ্ছে, মৃত মায়ের নাম সুদীপ্তা রায় চৌধুরী এবং মেয়ের নাম সায়নী রায় চৌধুরী। এইদিন মা ও মেয়ে এক আত্মীয়ের সঙ্গে মোটর বাইকে চেপে গাজোলের শ্যামনগর থেকে বাড়ি ফেরার সময় মশালদিঘি ১২নং জাতীয় সড়কে পিছন থেকে কোনও এক গাড়ি বাইকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। যার জেরে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় মেয়ের। তবে সেই গাড়ির খোঁজ করছে পুলিশ। গাজোল থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ।
মৃতের এক আত্মীয় বলেন, “শিলিগুড়ি থেকে বাড়িতে আত্মীয় এসেছে। সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বের হন। ওরা একজনের গাড়িতে বসেছিল। সম্ভবত টিফিন করবে বলে ঠিক করেছিল। সাড়ে ন’টা নাগাদ খবর পাই ওদের দুর্ঘটনা ঘটেছে।”