নিউজ ডেস্ক : আমেরিকায় আজ প্রেসিডেন্ট নির্বাচনের সেই বিশেষ দিন । সব অপেক্ষার অবসান। হোয়াইট হাউসের টিকিট পেতে চলেছে কে? ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ? ভাগ্য নির্বাচন করে দেবেন মার্কিন নাগরিকরা ।ভোটের মূল কেন্দ্রে রয়েছেন দুই দলের প্রার্থী কমলা এবং ট্রাম্প ।মূলত আজ আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির ভোটাররা ভোট দেবেন। এ বিশাল বড় দেশে ৬টি টাইমজোন আছে । ফলে বিভিন্ন অঙ্গরাজ্যের সময়ের ব্যবধানের একটা বিষয় রয়েছে ।
ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ৭কোটি ৮০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। সবকিছু মোটামুটি ঠিকঠাক থাকলে স্থানীয় সময়ের ৫ নভেম্বর বা ৬ নভেম্বর দিনের মধ্যেই এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে । তবে কোন সমস্যা তৈরি হলে চূড়ান্ত ফলাফল জানতে আরো কয়েকদিন বেশি সময় লাগতে পারে ।যেমন ২০২০ সালের ভোটে ৪ দিন পর চূড়ান্ত ফল জানা গিয়েছিল।