নিউজ ডেস্ক - বাংলায় শীতের দেখা নেই । তবে হাওয়া অফিস জানাচ্ছে, বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে নভেম্বরের মাঝমাঝি সময় থেকেই তাপমাত্রা হ্রাস হবে। ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়ার প্রবাহিত হবে। কিন্তু এরইমধ্যে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এইসপ্তাহের শেষে এই নিম্নচাপের সৃষ্টি হলে পরের একসপ্তাহে এর গতিবিধি কেমন হতে পারে তার উপরেও বাংলার হাওয়া বদল অনেকটাই প্রভাবিত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আর বাংলায় আগামী ৭দিন শুষ্ক আবহাওয়া থাকবে । দু-একটি জেলায় কোনও কোনও অংশ হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ১৫ তারিখের পর থেকেই মূলত নজরে আসবে বড় পরিবর্তন। উত্তরে হাওয়া প্রবাহের সঙ্গে সঙ্গেই পরিবর্তন দেখা যাবে আকাশেও। সকালের দিকে হালপকা কুঁয়াশা ব দেখা যাবে। বেলা বাড়লেও কোনও কোনও জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে বলে মনে করছেন।
আবার আগামী রবিবার রয়েছে জগদ্ধাত্রী পুজোর নবমী। অল্প পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও রবিবার সামন্য বৃষ্টি হতে পারে । তবে সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।