নিউজ ডেস্ক - নভেম্বর পড়ে গিয়েছে কিন্তু এখনো শীতের কোনো দেখা নেই।শীত কবে পড়বে তা প্রশ্ন সবার মনে ঘোরাফেরার করার মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। জানা যাচ্ছে , আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আর কয়েকটি জেলার এক থেকে দু’জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,নভেম্বরের ২৫ তারিখের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে শীত অনুভবের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তবে এই নিম্নচাপের জেরে রাজ্যে কোনও রকম বৃষ্টিপাতের সম্ভবনা নেই। শুধুমাত্র তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তর দিনাজপুর, কালিম্পং,মালদহে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরসাথে শীতও দেরীতে প্রবেশ করার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।