WEATHER - কবে আসবে শীত ? উত্তরে কি জানালো আবহাওয়া দফতর?

নিউজ ডেস্ক - নভেম্বরের মাঝামাঝি চলছে কিন্তু ভোর বেলা ছাড়া শীতের আমেজ নেই।তবে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর , সপ্তাহের শেষে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নামবে। আর ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।এমনকি ২০ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা।  ১৪-১৫ ডিগ্রিতে নামতে পারে বাঁকুড়া-পুরুলিয়ার।

আর আগামী কিছুদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।  বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সূত্রের খবর, আগামী কিছুদিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব এলাকাতেই রাতের তাপমাত্রা এক-দু ডিগ্রি হ্রাস পাবে।এবং সপ্তাহান্তেই শীতের আমেজ চলে আসতে পারে বাংলায়।অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ির কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন