নিউজ ডেস্ক - দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শীতের আমেজ পাওয়া যাচ্ছে বাংলায় । আস্তে আস্তে হ্রাস পাচ্ছে তাপমাত্রা। আর আগে পরপর নিম্নচাপ আর বৃষ্টির জন্য শীত বাংলায় প্রবেশ করতে পারেনি। এইদিকে নভেম্বরের শুরুতে রীতিমতো গরম ছিল কিন্তু অবশেষে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শীতের অনুভূতি হচ্ছে। উত্তর-পশ্চিম হাওয়ার দাপটের কারণে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নীচে নেমেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম।
হালকা ঠাণ্ডার অনুভূতি হলেও আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এবার ধীরে ধীরে পারদ নামতে শুরু করবে। ইতিমধ্যেই উত্তরের হাওয়া বইতে শুরু করেছে। আর আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামী শনি-রবিবারেই আবহাওয়া বদলে যাবে অনেকটাই।আর সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গ।